- বাংলাদেশের মূকাভিনয়ের বর্তমান হালচাল
- আসছে প্রত্যয় খানের নতুন মিউজিক ভিডিও
- বিয়ে করছেন লাক্স তারকা সামিয়া
- ২০০ পেরিয়ে ‘চাপাবাজ’
- নতুন অবতারে ঐশ্বরিয়া
- একদিকে অপরাহ উইনফ্রে অন্যদিকে জেনিফার লরেন্স
- বাদ পড়ছেন প্রিয়াঙ্কা, আসছে 'ডন ৩'
- তিরিশ বছর পর এক সঙ্গে হাজির হচ্ছেন সালমান-রেখা
- এমার সেরা বইয়ের তালিকায় বাংলাদেশ!
- চিরনিদ্রায় শায়িত ফেরদৌসী প্রিয়ভাষিণী
তিরিশ বছর পর এক সঙ্গে হাজির হচ্ছেন সালমান-রেখা
By: এস খান 2018-03-08 17:45:32 বিনোদন

বলিউড তারকা সালমান খান ও রেখা ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে অভিনয় করেছিলেন। এরপর আর পর্দায় এক সঙ্গে দেখা যায়নি তাদেরকে। দীর্ঘ তিরিশ বছর পরে এবার তাদেরকে একসঙ্গে দেখা যাবে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’ ছবিতে।
‘ইয়ামলা পাগলা দিওয়ানা টু’ ছবির পাঁচ বছর পর দেওল’রা আবারও কমেডি ছবি নিয়ে ফিরছেন। তবে এবার সালমান খান ও রেখাকে তারা পর্দায় একসঙ্গে করেছেন বিশেষ একটি গানে।
জানা গেছে যে বলিউডের পুরনো একটি গান নতুন করে তৈরি করা হবে ছবিতে। আর এই গানেই সালমান ও রেখাকে দেখা যাবে। গানটি একটি নাচের গান। গানে রেখার অংশের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই গানে নাকি ধর্মেন্দ্র এবং শত্রুঘ্ন সিনহাকেও দেখা যাবে বলে জানা গেছে। ইন্ডিয়া টুডে